সুপ্রিম কোর্টে তৃণমূলের এসআইআর মামলার শুনানি আগামী সোমবার
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): তৃণমূলের করা এসআইআর মামলার শুনানি ফের হতে চলেছে আগামী সপ্তাহের সোমবার (১৯ জানুয়ারি)। নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিন এক সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের ওই মামলার শুনানি
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): তৃণমূলের করা এসআইআর মামলার শুনানি ফের হতে চলেছে আগামী সপ্তাহের সোমবার (১৯ জানুয়ারি)। নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিন এক সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের ওই মামলার শুনানি হবে। সোমবার ওই মামলার শুনানিতে সওয়াল জবাব চলাকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষের আইনজীবী অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গে আশ্চর্য উপায়ে কাজ করছে নির্বাচন কমিশন। যাঁরা কাজ করছেন, তাঁদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দেশ যাচ্ছে। কোনও লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande