
হাওড়া, ১২ জানুয়ারি ( হি. স.) : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত উড়িয়াপাড়া সনাতন মিস্ত্রি লেনে রবিবার গভীর রাতে গুলিচালনার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। অভিযোগ, পরপর তিন রাউন্ড গুলি চলে। এই ঘটনায় জখম হন তারক বারিক নামে এক যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার রাতে ওই এলাকায় তিন যুবকের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বচসা ক্রমে তীব্র আকার নিলে একজন আচমকাই পিস্তল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় পিস্তল কেড়ে নিতে গেলে অভিযুক্তদের একজন গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন তারক বারিক।সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন ওই এলাকার বাসিন্দা—সুচিত সিং ও রাজ পান্ডে। তৃতীয় যুবকটি বহিরাগত বলে দাবি করা হয়েছে। তাকে ধরতে স্থানীয়রা ধাওয়া করলে সে গুলি চালিয়ে চম্পট দেয়।ঘটনার পর থেকেই উড়িয়াপাড়া এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। আতঙ্কিত এলাকাবাসী এখন প্রশাসনের কড়া পদক্ষেপের দিকে তাকিয়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়