
গোলাঘাট (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার জামুগুড়িতে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় এক বালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত বালকের দাদু কুশল দাস গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার সংঘটিত দুর্ঘটনায় নিহতকে আট বছর বয়সি জামুগুড়ি জাতীয় বিদ্যালয়ের তৃতীয় শ্ৰেণির ছাত্ৰ অৰ্ণব ভুইয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, অন্যদিনের মতো আজ সকালে মেরাপানি থানাধীন লক্ষ্মীপুরের বাড়ি থেকে দাদু কুশল দাস তাঁর মটরবাইক নিয়ে নাতিকে স্কুল থেকে আনতে জামুগুড়ি জাতীয় বিদ্যালয়ে গিয়েছিলেন। স্কুল ছুটির পর যথারীতি নাতি অর্ণবকে বাইকে তুলে বাড়ি ফিরছিলেন দাদু।
কিন্তু জোনাকি পুখুরির কা্ছে আসার পর দুরন্ত একটি ডাম্পার দাদু-নাতির বাইকে প্রচণ্ড ধাক্কা মারে। ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন দাদু ও নাতি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন জামুগুড়ি থানায়। থানা থেকে পুলিশের দল গিয়ে রাস্তা থেকে দুজনকে উদ্ধার করে শহিদ কুশল কোঁওর সিভিল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নাতি অর্ণবকে মৃত বলে ঘোষণা করে দাদু কুশল দাসকে ভরতি করে চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা।
এদিকে দুৰ্ঘটনা সংঘটিত করে ঘাতক ডাম্পার নিয়ে পালিয়ে গেছে চালক। পুলিশ ঘাতক ডাম্পারের খোঁজে অভিযান শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস