
রামনগর, ১২ জানুয়ারি ( হি. স.) : প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে “হাড়গোড় গুঁড়ো করে দেওয়া” ও “বাড়ি জ্বালিয়ে দেওয়া”-র মতো হুমকিমূলক মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগর–২ ব্লকে। অভিযোগের ভিত্তিতে মৈতানা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ওয়াসিম রহমানকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ওই নেতা বিরোধীদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়। ভিডিওতে স্পষ্টভাবে শোনা যায়, তিনি বিরোধীদের লক্ষ্য করে হুমকি মূলক মন্তব্য করছেন।বিরোধী দলগুলির অভিযোগ, এই ধরনের বক্তব্য আইনশৃঙ্খলার পরিপন্থী এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। তারা অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলে। শাসকদলের অন্দরেও এই মন্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রের দাবি।ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সোমবার পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্তের পর ওয়াসিম রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।এই ঘটনাকে কেন্দ্র করে রামনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়