শান্তির সঙ্গে সারমেয়প্রেমের বার্তা তসলিমার
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি. স. ) : “মানুষ এমনই এক জাত, কুকুরকে জাস্ট পিটিয়ে মেরে ফেলতে পারে, শত শত কুকুরকে হাসতে হাসতে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। কুকুর শব্দটি আজও অকৃতজ্ঞ মানুষেরা গালি হিসেবে ব্যবহার করে।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন নির্বাস
তসলিমা নাসরিন


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি. স. ) : “মানুষ এমনই এক জাত, কুকুরকে জাস্ট পিটিয়ে মেরে ফেলতে পারে, শত শত কুকুরকে হাসতে হাসতে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। কুকুর শব্দটি আজও অকৃতজ্ঞ মানুষেরা গালি হিসেবে ব্যবহার করে।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, “শান্তির জন্য পথযাত্রা চলছে। আমেরিকার পথে পথে বৌদ্ধ ভিক্ষুরা শান্তির জন্য হাঁটছেন ২৩০০ মাইল। তাঁরা চান দেশে দেশে মারামারি, হানাহানি বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, জগতে শান্তি আসুক। ভিক্ষুদের সঙ্গে হাঁটছে কলকাতার পথকুকুর অলকা।

অলকাও শান্তি চাইছে, অলকাদের যেন নির্যাতন না করা হয়, যেন তাদের ঘরে ঘরে আশ্রয় দেওয়া হয়, আদর দেওয়া হয়। কুকুরেরা ৪০ হাজার বছর ধরে মানুষের সঙ্গে থেকে মানুষকে নানা ভাবে সাহায্য করছে। শিকারের কাজে, নিরাপত্তার কাজে, বিপদ দেখলে মানুষকে অ্যালার্ট করার কাজে, উত্তর মেরু অঞ্চলে পরিবহনের কাজে, গবাদিপশু চরানোর কাজে।

এর প্রতিদান কুকুরেরা কি পেয়েছে? আজও ডাস্টিবিনে গিয়ে পচা বাসি খাবার খুঁজতে হয় তাদের। আজও অভুক্ত মরতে হয়, আজও প্রতিদিন মানুষের অত্যাচার নির্যাতন সইতে হয়।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande