
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): কারুর পদপিষ্ট-কাণ্ডে দক্ষিণী তারকা বিজয়কে সোমবার জিজ্ঞাসাবাদ শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে প্রধান বিজয়ের জনসভা ছিল। জনপ্রিয় তারকাকে দেখতে সেখানে ভিড় জমান প্রচুর মানুষ। নির্ধারিত সময়ের অনেক ক্ষণ পরে বিজয় সেখানে এলে তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। সেই ঘটনার তদন্ত শুরু হওয়ায় প্রথমে মাদ্রাজ হাই কোর্ট বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছিল। পরে এই মামলা শীর্ষ আদালতে পৌঁছয়। তখনই এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবারই দিল্লিতে আসেন বিজয়, পরে সিবিআই-এর মুখোমুখি হন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ