
ঝাড়গ্রাম, ১২ জানুযারি (হি. স.) : জঙ্গলমহলের বুকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস পালিত হলো এক ব্যতিক্রমী আবহে। সোমবার ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা 'সংকল্প ফাউন্ডেশন'-এর উদ্যোগে দিনটি উদ্যাপিত হলো সমাজসেবা এবং ক্রীড়া প্রতিযোগিতার এক মেলবন্ধনে। দুঃস্থদের সহায়তা থেকে শুরু করে নেশামুক্ত সমাজ গড়ার ডাক— সব মিলিয়ে ঝাড়গ্রাম শহর এদিন এক ইতিবাচক বার্তার সাক্ষী থাকল।
এদিন সকালে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে একটি 'সুপার ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয়। জামবনি থানার ছোট পিন্ডরা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই পথে দৌড়বিদরা অংশ নেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। তবে অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব ছিল পরিবেশ সচেতনতা। নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানের পাশাপাশি জঙ্গলমহলকে আরও সবুজ করে তুলতে প্রত্যেক প্রতিযোগীর হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।
স্বামীজির আদর্শকে পাথেয় করে সংকল্প ফাউন্ডেশন এদিন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। হাড়কাঁপানো শীতে এলাকার গরিব মানুষদের হাতে গরম কাপড় তুলে দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরার সুবিধার জন্য তাঁদের হুইলচেয়ার দান করা হয়। দিনটি স্মরণে নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সংকল্প ফাউন্ডেশনের অন্যতম প্রধান কর্মকর্তা সুমিত শ্যামল জানান, আমরা প্রতি বছরই এলাকাবাসীর সহযোগিতায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করি। এবারও খেলাধুলা এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা তাঁর আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো