
গান্ধীনগর, ১২ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ সোমবার গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। এই সফর জার্মান চ্যান্সেলরের প্রথম ভারত সফর, ভারত-জার্মান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত এই সফর। উভয় নেতাই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করেছেন। উভয় নেতাই ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন, যা সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে।
ভারত ও জার্মানির মধ্যে এদিন সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। পরে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ৫০ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে গেছে। ভারতে ২০০০-এরও বেশি জার্মান কোম্পানির দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। এটি ভারতের প্রতি তাঁদের অটল আস্থা এবং এখানে উপলব্ধ বিপুল সুযোগ-সুবিধার প্রতিফলন ঘটায়। ভারত ও জার্মানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বছরের পর বছর শক্তিশালী হয়েছে এবং এখন এর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে সাধারণ অগ্রাধিকার রয়েছে। এই সহযোগিতা আরও বাড়ানোর জন্য, আমরা ভারত-জার্মানি সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। এটি জ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য একটি ভাগ করা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ