
ধর্মনগর (ত্রিপুরা), ১২ জানুয়ারি (হি.স.) : অবৈধ মদের কারবারের বিরুদ্ধে এক কড়া পদক্ষেপে রবিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ পূর্ব বাজার এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ জব্দ করেছে। এই অভিযানে অবৈধ মদ ব্যবসার মূল হোতা বলে অভিযুক্ত সন্তোষ দত্তকে গ্রেফতার করা হয়েছে।
শনি মন্দির সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র অবৈধ মদের ঠেক গজিয়ে ওঠা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে আসছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মার নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্তোষ দত্তের দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বর্তমানে সন্তোষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই অবৈধ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিনের অভিযোগের পর এই পদক্ষেপ স্বস্তিদায়ক হলেও শুধুমাত্র এককালীন অভিযান যথেষ্ট নয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার ‘মাদক-মুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে ধারাবাহিক ও কঠোর নজরদারির দাবি তুলেছেন তাঁরা।
স্থানীয়দের একাংশ কিছু পুলিশ কর্মীর বিরুদ্ধে কথিত গাফিলতির অভিযোগও তুলেছেন। অবৈধ ব্যবসায়ীরা যেন প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে পুনরায় সক্রিয় হতে না পারে, সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ