
বীরভূম, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে মানুষের ভিড় জয়দেব কেন্দুলির অজয় নদে। মঙ্গলবার থেকে এই নদের পাড়েই শুরু হয়েছে জয়দেব মেলা। সাধারণ মানুষের পাশাপাশি ভিড় করেছেন বাউল ফকিররাও। মেলার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে সিসিটিভিও। স্নানের জন্য হিংলো জলাধার থেকে ছাড়া হয়েছে ২০০০ কিউসেক জল। বুধবার ভোরের আলো ফোটার আগেই ভক্তরা অজয় নদে পুণ্যস্নান করেন। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তরা এসেছেন জয়দেব মেলায়। সাধু, সন্তদের ভিড়ও চোখে পড়ার মতো। মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বন্দোবস্তও করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ