
কানপুর, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে নাবালিকা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিককে আড়াল করা হচ্ছে—এই অভিযোগ তুলে নির্যাতিতার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি বাড়ি এবং সরকারি চাকরি দেওয়ার দাবি বুধবার জানালেন উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়।
বুধবার কানপুরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি অজয় রায় বলেন, গণধর্ষণ মামলায় এক অভিযুক্ত গ্রেফতার হলেও ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিক এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই আধিকারিককে রক্ষা করছে, যার ফলে নির্যাতিত পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি জানান, নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং নির্যাতিতা ও তার ভাইকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অজয় রায় প্রশ্ন তোলেন, অভিযুক্তের বাড়িতে বুলডোজার কবে চলবে? অজয় রায় আরও বলেন, রাজ্যে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা ভেঙে পড়েছে। যতদিন না নির্যাতিতা ন্যায়বিচার পাচ্ছে, ততদিন কংগ্রেসের প্রতিটি কর্মী এই পরিবারের পাশে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য