
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ) :
কলকাতা হাই কোর্টে আইপ্যাক মামলার শুনানির সরাসরি সম্প্রচার হয় বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলাকারী এবং মামলায় যুক্ত পক্ষ ছাড়া আর যাঁরা শুনানি পর্যবেক্ষণ করতে চান, তাঁরা ভার্চুয়ালি অংশ নিতেতে পারবেন।
কলকাতা হাই কোর্টে আইপ্যাক-কাণ্ডের জোড়া মামলার শুনানিতে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ছিলেন ইডির আইনজীবী এসভি রাজু। ইডি আবেদন জানায়, হাই কোর্টে আইপ্যাক মামলা আপাতত মুলতুবি রাখা হোক। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে, সেই কারণ দেখিয়ে মামলা মুলতুবির আবেদন জানানো হয়। ইডির আইনজীবী বলেন, ‘‘এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি হবে দু’টি মামলার। আপাতত এখানে মামলার শুনানি মুলতবি করা হোক। মামলা এখন না শুনলে আকাশ ভেঙে পড়বে না।’’
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযানের ঘটনায় কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ইডি বেআইনি ভাবে ওই তল্লাশি চালিয়েছে। ভোট সংক্রান্ত নথি এবং কৌশল চুরি করতেই ইডির ওই তল্লাশি। উল্টো দিকে, সরকারি কাজে বাধার অভিযোগ তুলে মামলা করে ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, কয়লা পাচার মামলার তথ্য ও নথি ‘চুরি’ করা হয়েছে। ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত