বাঁকুড়ায় চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদের ৫৮তম বার্ষিক অধিবেশন
বাঁকুড়া, ১৪ জানুয়ারি (হি.স.) : বাঁকুড়ার চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদের ৫৮তম বার্ষিক অধিবেশন বুধবার দুপুরে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উল্লেখ্য, গত প্রা
জাতীয় ভাষা পরিষদের বার্ষিক অধিবেশন --


বাঁকুড়া, ১৪ জানুয়ারি (হি.স.) : বাঁকুড়ার চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদের ৫৮তম বার্ষিক অধিবেশন বুধবার দুপুরে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উল্লেখ্য, গত প্রায় ছয় দশক ধরে চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদ হিন্দি ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি একটি সম্মানসূচক শিক্ষাকেন্দ্র, যেখানে মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি, হিন্দি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদান ও প্রচারের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়ে থাকে।

চলতি বছরে ত্রিবেণী দেবী দ্রোলিয়া স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয় বাঁকুড়া অনুশীলন সমিতির সম্পাদক এবং দীর্ঘ কয়েক দশক ধরে জাতীয় ভাষা পরিষদের সঙ্গে যুক্ত প্রদীপ নাগকে। এছাড়াও বিশ্বনাথ মোদীর স্মরণে একটি বিশেষ সম্মান প্রদান করা হয়।

এদিন হিন্দি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অশোক দানা এবং শিক্ষিকা সর্বাণী সিনহাকে টানা পঞ্চাশ বছর ধরে হিন্দি শিক্ষা কেন্দ্রে তাঁদের নিরন্তর সেবার জন্য সম্মানিত করা হয়। হিন্দি ভাষা প্রচারে তাঁদের অবদান উল্লেখযোগ্য বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রাজকুমার সুরেকা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সুকদেব উপাধ্যায়, পবন দ্রোলিয়া, সোমেশ্বর শর্মা, দুর্গা প্রসাদ পোদ্দার, কেশবচন্দ্র মোদী, হরি উপাধ্যায়, কাশী গোয়েঙ্কা, সংকেত উপাধ্যায়, প্রণব কুমার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande