এসআইআর ঘিরে ফের উত্তপ্ত ভাঙর
ভাঙর, ১৪ জানুয়ারি (হি. স.): এসআইআর ঘিরে ফের উত্তপ্ত ভাঙর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভাঙরের শানপুকুর এলাকায় তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। । অভিযোগ, একটি বুথে মোট ১৩০০ ভোটারের মধ্যে প্রায় ৩৮০
এসআইআর ঘিরে ফের উত্তপ্ত ভাঙর


ভাঙর, ১৪ জানুয়ারি (হি. স.): এসআইআর ঘিরে ফের উত্তপ্ত ভাঙর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভাঙরের শানপুকুর এলাকায় তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। ।

অভিযোগ, একটি বুথে মোট ১৩০০ ভোটারের মধ্যে প্রায় ৩৮০ জনের নাম আচমকাই বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে শানপুকুর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মানুষজন।

স্থানীয়দের দাবি, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। বছরের পর বছর ভোট দেওয়া নাগরিকদের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।’’

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ জনতা দেশের প্রধানমন্ত্রীর ছবি পোড়ায়। রাস্তা অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে শানপুকুর রোডে। খবর পেয়ে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। কীভাবে এত সংখ্যক ভোটারের নাম বাদ গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হলেও এলাকাবাসীর ক্ষোভ এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

এসআইআর ঘিরে এই ঘটনায় ফের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও আশঙ্কা তৈরি হচ্ছে, তা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande