আরজি কর ইস্যু: অনিকেত মাহাতোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) :আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে সুবিচারের দাবিতে আন্দোলন থেকে তারা যে বিন্দুমাত্র সরছে না, বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেই কড়া হুঁশিয়ারিই দিলওয়েস্ট
প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের দৃশ্য


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) :আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক

ছাত্রীর মৃত্যুতে সুবিচারের দাবিতে আন্দোলন থেকে তারা যে বিন্দুমাত্র সরছে না,

বুধবার কলকাতা প্রেস

ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেই কড়া হুঁশিয়ারিই দিলওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (ডব্লুবিজেডিএফ)। একই সঙ্গে আন্দোলনের অন্যতম পরিচিত মুখডা. অনিকেত মাহাতোর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বড়

ঘোষণা করল এই সংগঠন।

আন্দোলনের শুরু থেকে

ডা. অনিকেত মাহাতো ছিলেন প্রথম সারির নেতা। এমনকি আমরণ অনশনেও তিনি বসেছিলেন। তবে

সংগঠনের শীর্ষ নেতাদের দাবি, বর্তমানে

বিভিন্ন ইস্যুতে তাঁর সঙ্গে সংগঠনের নীতিগত মতানৈক্য তৈরি হয়েছে। সেই কারণেই

অনিকেত মাহাতোর সঙ্গে ফ্রন্টের সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন ডা. দেবাশিস

হালদার এবং ডা. আশফাক নাইয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সমস্বরে জানান, আন্দোলনকে আরও সংগঠিত এবং শক্তিশালী

করার জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সিবিআই তদন্তের গতি বা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা

সত্ত্বেও তাঁরা যে পিছুপা হবেন না, তা

স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকরা।

আন্দোলন পরিচালনার

জন্য সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ খণ্ডন করেছে ফ্রন্ট।

স্বচ্ছতা প্রমাণ করতে এদিন তারা একটিনতুন ওয়েবসাইটউদ্বোধন করেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি

করা হয়েছে, তহবিলের আয় ও ব্যয়ের প্রতিটি হিসাব এই ওয়েবসাইটে দেওয়া হবে।বিরোধীদের অপপ্রচার বন্ধ করতেই এই

পদক্ষেপ। এদিনের সাংবাদিক

সম্মেলনে সংবাদমাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফ্রন্টের সদস্যরা স্পষ্ট করে দেন

যে, বিভেদ নয়, বরং সংহতির মাধ্যমেই তাঁরা 'অভয়া'র বিচার এবং হাসপাতালের নিরাপত্তা

নিশ্চিত করার লড়াই জারি রাখবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande