বারাসত থেকে বর্ধমানে নিপা আতঙ্ক, আক্রান্ত চিকিৎসক ও নার্স
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : বাদুড় থেকে ছড়ানো মারণ নিপা ভাইরাসের আতঙ্ক এবার বারাসত থেকে বর্ধমানে পৌঁছেছে। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে দুই জন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন না
বারাসত থেকে বর্ধমানে নিপা আতঙ্ক, আক্রান্ত চিকিৎসক ও নার্স


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : বাদুড় থেকে ছড়ানো মারণ নিপা ভাইরাসের আতঙ্ক এবার বারাসত থেকে বর্ধমানে পৌঁছেছে। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে দুই জন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন নার্স।

হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শরীরে তীব্র জ্বরসহ অন্যান্য উপসর্গ রয়েছে। বর্তমানে তাঁরা সম্পূর্ণ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। যদিও এই সংক্রমণের বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি।

সূত্রের খবর, বারাসত নারায়ণা হাসপাতালে যে চিকিৎসক ও সেবিকা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের সংস্পর্শে এসেই বর্ধমানের এই দুই জন সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাজের সূত্রে তাঁদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল।

উল্লেখ্য, নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলো হলো— তীব্র জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথা এবং বমি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর বিশেষ নজরদারি চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande