হায়দরাবাদে ডিএভি জাতীয় গেমসে সাঁতারে সাফল্য বাঁকুড়ার শ্রীজয়ের
বাঁকুড়া ১৪ জানুয়ারি (হি. স. ) : হায়দরাবাদে আয়োজিত ডিএভি জাতীয় গেমসে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন কেন্দুয়াডিহি নিবাসী এমডিভি ডিএভি পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রীজয় সেনগুপ্ত। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া এই জাতীয় স্তরের প
হায়দরাবাদে ডিএভি জাতীয় গেমসে সাঁতারে সাফল্য বাঁকুড়ার শ্রীজয়ের


বাঁকুড়া ১৪ জানুয়ারি (হি. স. ) : হায়দরাবাদে আয়োজিত ডিএভি জাতীয় গেমসে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন কেন্দুয়াডিহি নিবাসী এমডিভি ডিএভি পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রীজয় সেনগুপ্ত। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় শ্রীজয় অনূর্ধ্ব-১৪ বিভাগে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

শ্রীজয় সাঁতার প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। তার এই কৃতিত্বে তার পরিবার, স্কুলের শিক্ষক এবং অতুল মণ্ডল স্মৃতি সন্তরণ কেন্দ্রের প্রশিক্ষকরা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শ্রীজয়ের সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত গৌরব নয়, বরং পশ্চিমবঙ্গের ক্রীড়া সমাজের জন্যও গর্বের বিষয় বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande