
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সভা ঘিরে তৎপরতা এবং প্রস্তুতি বুধবার ছিল তুঙ্গে। এ ছাড়াও বিজেপি-র রাজ্য নেতাদের একাংশব্যস্ত ছিলেন চারটি বিধানসভায় তৃণমূলের ‘অপকর্ম’ প্রমাণ করতে চার্জশিট দাখিল করতে।
১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সিঙ্গুরে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। মাঠ পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের হাতে, মোদীজির সভায় আসার আমন্ত্রণপত্র তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে তার দু’দিন সফরকালে একাধিক অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন। সেই বিষয়েই মানুষকে জানাতে উত্তর দিনাজপুর জেলা পার্টি অফিস এবং বহরমপুর জেলা পার্টি অফিস থেকে দুটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
এছাড়াও আজ চারটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের চার্জশিট পেশ করা হয়। ওই বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের দুর্নীতি অপশাসনের খতিয়ান মানুষের সামনে তুলে ধরা হয়। বর্ধমান উত্তর কেন্দ্রে চার্জশিট পেশ করেন রাজ্য সহ সভাপতি এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। মানবাজার থেকে চার্জশিট প্রেস করেন বিধায়ক দীপক বর্মন। কালনা থেকে চার্জশিট পেশ করেন রাজ্য সাধারণ সম্পাদক এবং সাংসদ সৌমিত্র খাঁ। মন্তেশ্বর থেকে চার্জশিট পেশ করেন বিধায়ক বিমান ঘোষ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত