প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগে কাঁকসা থেকে যুবক গ্রেফতার
দুর্গাপুর, ১৪ জানুয়ারি (হি.স.): প্রেমিকার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কাঁকসার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে অসম পুলিশ। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আসাম পুলিশের হাতে ট্রানজিট রিমান্ড
প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগে কাঁকসা থেকে যুবক গ্রেফতার


দুর্গাপুর, ১৪ জানুয়ারি (হি.স.): প্রেমিকার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কাঁকসার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে অসম পুলিশ। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আসাম পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রঞ্জিত সিং। তিনি কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, কয়েক বছর আগে সমাজমাধ্যমের মাধ্যমে আসামের এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় একে অপরকে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাঠানো হয় বলে অভিযোগ।

পরবর্তীতে ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে পরিবারের দাবি। সম্প্রতি তরুণীর বিয়ে ঠিক হলে, অভিযুক্ত যুবক ওই আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে তরুণীর পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অসম পুলিশের একটি দল কাঁকসা থানার পুলিশের সহায়তায় গোপালপুরে অভিযুক্তের বাড়িতে হানা দেয় এবং রঞ্জিত সিংকে গ্রেফতার করে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande