
বাঁকুড়া, ১৪ জানুয়ারি (হি.স.): নির্বাচন সংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। বুধবার বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের কাজে ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে শাসক দল। তবে আদালতের হস্তক্ষেপে তৃণমূলের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।
ডা. সুভাষ সরকার জানান, এসআইআর-এর সাত নম্বর ফর্ম আটক করা সম্পূর্ণ বেআইনি। তাঁর দাবি, সোমবার খাতড়ায় এসআইআর-এর ফর্ম জমা দিতে গেলে বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিএলও-দের আটক করা হয়। সেই সময় গাড়ি-সহ সমস্ত ফর্ম পুলিশ নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে এই ঘটনাকে সামনে এনে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে, বুধবার আটক তিন বিজেপি দায়িত্বপ্রাপ্ত কর্মীকে খাতড়া আদালতে পেশ করা হলে আদালত তাঁদের মুক্তি দেয়।
সাংবাদিক সম্মেলনে ডা. সুভাষ সরকার বলেন, কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একমাত্র অধিকার নির্বাচন কমিশনের। সাত নম্বর ফর্মের মাধ্যমে আপত্তি জানানো যায়, কিন্তু সেই আপত্তি যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচন কমিশনেরই রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ যে সমস্ত ফর্ম নিজেদের হেফাজতে রেখেছে, সেগুলি অবিলম্বে ফেরত না দেওয়া হলে আদালতের দ্বারস্থ হবে বিজেপি।
অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোৎস্না মান্ডি সাংবাদিকদের জানান, বিজেপি কয়েক হাজার এসআইআর ফর্ম জমা করেছিল। এত বিপুল সংখ্যক ফর্ম তারা কোথা থেকে পেল, তা নিয়ে তৃণমূল কর্মীদের সন্দেহ হয়। সেই কারণেই গাড়িটি আটক করে পুলিশে খবর দেওয়া হয়। জ্যোৎস্না মান্ডির দাবি, এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট