কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্যামল মিত্রের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : বাংলা স্বর্ণযুগের গানের অন্যতম জাদুকর শ্যামল মিত্রের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ''এক্স''-এ একটি বার্তার
কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্যামল মিত্রের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : বাংলা স্বর্ণযুগের গানের অন্যতম জাদুকর শ্যামল মিত্রের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি বার্তার মাধ্যমে তিনি শিল্পীর কালজয়ী সৃষ্টির কথা স্মরণ করেন।

​মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ​বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী শ্যামল মিত্রের জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। গায়ক ও সুরকার হিসেবে তাঁর অবদান বাংলা চলচ্চিত্র এবং আধুনিক গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

​উত্তর ২৪ পরগনার নৈহাটিতে জন্মগ্রহণ করা এই প্রখ্যাত শিল্পী পঞ্চাশ ও ষাটের দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। ১৯৪৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় চার দশক তিনি বাংলা সঙ্গীত জগতকে শাসন করেছেন। নেপথ্য গায়ক হিসেবে যেমন তিনি মন জয় করেছেন, তেমনই সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তাঁর প্রতিভা ছিল অনন্য।

‘অমানুষ’ এবং ‘আনন্দ আশ্রম’-এর মতো চলচ্চিত্রের গান আজও প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে। তাঁর কণ্ঠের আধুনিক গান আজও সমানভাবে সমাদৃত।

​ বাংলা ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে চলচ্চিত্রের বাণিজ্যিক গান— প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande