
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : বাংলা স্বর্ণযুগের গানের অন্যতম জাদুকর শ্যামল মিত্রের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি বার্তার মাধ্যমে তিনি শিল্পীর কালজয়ী সৃষ্টির কথা স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী শ্যামল মিত্রের জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। গায়ক ও সুরকার হিসেবে তাঁর অবদান বাংলা চলচ্চিত্র এবং আধুনিক গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে জন্মগ্রহণ করা এই প্রখ্যাত শিল্পী পঞ্চাশ ও ষাটের দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। ১৯৪৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় চার দশক তিনি বাংলা সঙ্গীত জগতকে শাসন করেছেন। নেপথ্য গায়ক হিসেবে যেমন তিনি মন জয় করেছেন, তেমনই সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তাঁর প্রতিভা ছিল অনন্য।
‘অমানুষ’ এবং ‘আনন্দ আশ্রম’-এর মতো চলচ্চিত্রের গান আজও প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে। তাঁর কণ্ঠের আধুনিক গান আজও সমানভাবে সমাদৃত।
বাংলা ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে চলচ্চিত্রের বাণিজ্যিক গান— প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত