উৎসবের মরশুমে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রাজ্যপাল বোসের
কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। উত্তরায়ণের সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার তাঁর সচিবালয় থেকে তাঁর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, “ভারত হলো বিভিন্ন উৎসবের দেশ, যা বিশ্বাস ও বোঝাপড়ার সাধারণ সূত্
রাজ্যপাল


কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। উত্তরায়ণের সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বুধবার তাঁর সচিবালয় থেকে তাঁর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, “ভারত হলো বিভিন্ন উৎসবের দেশ, যা বিশ্বাস ও বোঝাপড়ার সাধারণ সূত্রে আবদ্ধ। বিহু, মকর সংক্রান্তি, লোহরি, পোঙ্গল এবং অন্যান্য উৎসব মানুষ ও পরিবেশের মধ্যে চিরন্তন সম্পর্ক এবং একসাথে অগ্রগতির প্রয়োজনীয়তা উদযাপন করে। উৎসবের মরশুম সকলের জন্য শান্তি, আনন্দ এবং সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande