
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তির পুণ্যলগ্নে বাংলার মানুষকে প্রীতি ও শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি বার্তার মাধ্যমে তিনি এই উৎসবের শুভেচ্ছা ভাগ করে নেন।
এদিন মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
উল্লেখ্য,বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়। এটি মূলত একটি শীতকালীন ফসল উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনেই সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের এই দক্ষিণ থেকে উত্তরমুখী যাত্রার পরিবর্তনের সময়টি নতুন শুরুর প্রতীক হিসেবে উদযাপিত হয়।
বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজ
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে মকর সংক্রান্তি অন্যতম গুরুত্বপূর্ণ। এই দিনটিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। এদিন বাঙালিরা পিঠে - পুলি খাওয়া, ঘুড়ি উড়ানো, বাজি অথবা পটকা ফাটানো এবং ফানুস উড়িয়ে উৎসবের আকারে পালন করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত