
মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.): ডিপোর্ট হওয়ার পর ফের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মুম্বইয়ের দক্ষিণ অংশ থেকে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতদের নাম জুলেকা জামাল শেখ ও বিলকিস বেগম সিরমিয়া আখতার। তাঁদের কাফ প্যারেড ও গেটওয়ে অব ইন্ডিয়া এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে দু’জনকেই মহিলা সংশোধনাগারে পাঠানো হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুলেকা শেখকে বিগত বছর আগস্ট মাসে আগ্রিপাড়া থানার পুলিশ গ্রেফতার করে বাংলাদেশে ডিপোর্ট করেছিল। একইভাবে বিলকিস আখতারকেও মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইউনিট–৫ গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। তবে অভিযোগ, ডিপোর্টের পরও তাঁরা ফের অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করেন।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হবে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ ও শাস্তি ভোগের পর পুনরায় তাঁদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে। তদন্তকারীদের মতে, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের প্রবণতা রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য