মির্জাপুরে গরু বোঝাই ট্রাক উল্টে নিহত ১৩টি গরু, গুরুতর আহত ৫
মির্জাপুর, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রেমেন্ডগঞ্জ-দেবঘাট সড়কে বুধবার সকালে একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১৩টি গরু মারা যায়, পাঁচটি গুরুতর আহত হয় এবং ১৬টি নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্র
মির্জাপুরে গরু বোঝাই ট্রাক উল্টে নিহত ১৩টি গরু, গুরুতর আহত ৫


মির্জাপুর, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রেমেন্ডগঞ্জ-দেবঘাট সড়কে বুধবার সকালে একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১৩টি গরু মারা যায়, পাঁচটি গুরুতর আহত হয় এবং ১৬টি নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি পুলিশ গাড়ি দেখতে পেয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং নালায় পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ এবং পশুপালন দফতরের কর্মীরা আহত গরুর চিকিৎসা করেন। পরে প্রায় ১৬টি গরুকে গো-আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ট্রাকচালক পলাতক এবং পুলিশ তাকে খুঁজছে।

পশুপালন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আহত গরুগুলির চিকিৎসা অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই দুর্ঘটনা আবারও গো-পাচারকারীর ঝুঁকি এবং সড়ক নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande