কাংড়ায় গাড়িতে ৮৫২ গ্রাম মাদক সহ গ্রেফতার দুইজন
ধর্মশালা, ১৪ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের কাংড়া জেলা পুলিশ নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার গভীর রাতে কাচিয়ারিতে অভিযান চালিয়ে ৮৫২ গ্রাম মাদক (চরস)সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন—রাম লাল এবং সঞ্জয় কুমা
কাংড়ায় গাড়িতে ৮৫২ গ্রাম মাদক সহ গ্রেফতার দুইজন


ধর্মশালা, ১৪ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের কাংড়া জেলা পুলিশ নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার গভীর রাতে কাচিয়ারিতে অভিযান চালিয়ে ৮৫২ গ্রাম মাদক (চরস)সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন—রাম লাল এবং সঞ্জয় কুমার। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানচা লায়। উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেলা পুলিশ নেশা প্রতিরোধে নিয়মিত টহলদারী, নাকাবন্দি, গোপন তথ্য সংগ্রহ এবং ট্রাফিক চেকিং চালিয়ে যাচ্ছে। এই অভিযানও সেই ধারাবাহিকতার অংশ। অভিযানের সময় গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande