
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্ণ হল। এই ঐতিহাসিক সফরে আইএমডি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে। ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি আইএমডি-র স্থাপনা হয়েছিল। আধুনিক প্রযুক্তির সাহায্যে আইএমডি সমতল, সমুদ্র ও আকাশের দিকে বিশেষ নজর রাখে।
প্রতিটি মরশুমের জন্য দেশকে প্রস্তুত রাখে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি-র পূর্বাভাস কৃষিকাজ, উড়ান পরিষেবা, দুর্যোগ মোকাবিলা এবং জল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ