সেনানীদের প্রতি গর্ব ও শ্রদ্ধায় দেশ ঐক্যবদ্ধ : রাজনাথ সিং
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সেনাবাহিনী দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার এক্স মাধ্যমে তিনি জানান, সেনানীদের প্রতি গর্ব ও শ্রদ্ধায় দেশ ঐক্যবদ্ধ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন,
রাজনাথ সিং


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সেনাবাহিনী দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার এক্স মাধ্যমে তিনি জানান, সেনানীদের প্রতি গর্ব ও শ্রদ্ধায় দেশ ঐক্যবদ্ধ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন, সেনা দিবস উপলক্ষে আমাদের সাহসী ভারতীয় সেনা এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা। দেশ সর্বদা তাঁদের অদম্য সাহস, সর্বোচ্চ ত্যাগ এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য অটল অঙ্গীকারকে কুর্নিশ জানায়। আমাদের সীমান্তে সর্বদা সতর্ক এবং সংকটের সময়ে অবিচল, ভারতীয় সেনাবাহিনী তাঁদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং মানবিক সেবার মাধ্যমে বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে। আমাদের সরকার একটি আধুনিক, আত্মনির্ভর এবং কৃতজ্ঞ দেশ গড়ে তোলার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, সেনানীদের প্রতি গর্ব এবং শ্রদ্ধায় ঐক্যবদ্ধ দেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande