
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে সংসদ ভবন পরিসরে কমনওয়েলথের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮-তম সম্মেলনের উদ্বোধন করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, বৈচিত্র্যই ভারতের একতা।
সম্মেলনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, ভারত প্রমাণ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলি গণতন্ত্রকে স্থিতিশীলতা, গতিশীলতা এবং অন্তর্ভুক্তি প্রদান করে—সবকিছু একইসঙ্গে। এখন ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি। ভারতের ইউপিআই বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সিস্টেম। ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী। ইস্পাত উৎপাদনে ভারত বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ ইকোসিস্টেম রয়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান পরিবহন ক্ষেত্র। ভারতের রেল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক পরিচালনা করে। ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী। ধান উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে, ভারতে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। এটি প্রমাণ যে গণতন্ত্র ভারতে ফলাফল প্রদান করে। দেশের মানুষ আমাদের কাছে সর্বোপরি।
২৮তম সিএসপিওসি-তে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে কমনওয়েলথ স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের প্রতিপাদ্য - সংসদীয় গণতন্ত্রের কার্যকর বিতরণ - যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। ভারত যখন স্বাধীনতা অর্জন করেছিল, তখন আন্তর্জাতিকভাবে সন্দেহ ছিল যে, এত বিশাল বৈচিত্র্যের দেশে গণতন্ত্র টিকে থাকতে পারবে কিনা। ভারত এই আশঙ্কাগুলিকে ভুল প্রমাণ করেছে এবং নিজস্ব বৈচিত্র্যকে ভারত গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করেছে। আরেকটি আশঙ্কা ছিল যে, গণতন্ত্র যদি কোনওভাবে টিকে থাকে, তবুও ভারত উন্নয়নের লক্ষ্যে কাজ করতে সক্ষম হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ