
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লির সংসদ ভবনে পরিসরে কমনওয়েলথের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮-তম সম্মেলনের উদ্বোধন করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। স্পিকার ও প্রিসাইডিং অফিসাররা সম্মেলনে যোগ দেন। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখার ক্ষেত্রে স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ভূমিকা-সহ সমসাময়িক সংসদীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে এই সম্মেলনে।
অধ্যক্ষ ওম বিড়লা এদিন বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারতে আমরা এখানে একত্রিত হয়েছি, গণতান্ত্রিক সংলাপ, সহযোগিতা এবং ভাগ করা মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এখানে, আমরা সংসদীয় গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অনুশীলন, উদ্যোগ এবং অভিজ্ঞতা ভাগ করে নেব। আমাদের ৭ দশকেরও বেশি সময় ধরে সংসদীয় যাত্রায়, আমরা জনগণের কল্যাণের জন্য নীতি প্রণয়ন করে গণতন্ত্রকে শক্তিশালী করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ