
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার আমেরিকাগামী অন্তত তিনটি বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ইরানের আকাশসীমা বন্ধ থাকার কারণে ইউরোপের কিছু পরিষেবাও বিলম্বিত হতে পারে বলে জানা গিয়েছে। যে বিমানগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল দিল্লি থেকে নিউ ইয়র্কের দু'টি এবং মুম্বই থেকে নিউ ইয়র্কের একটি। এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি, পরবর্তীকালে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, বিমানগুলি এখন বিকল্প রুট ব্যবহার করছে। যার ফলে কিছুটা বিলম্ব হতে পারে। যেগুলোর বিকল্প পথে যাত্রা সম্ভব নয় সেগুলি বাতিল করা হচ্ছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ