
অমৃতসর, ১৫ জানুয়ারি (হি.স.): নিঃস্বার্থভাবে সেবা করে এমন তরুণদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভরশীল, জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে, সেইসব তরুণদের ওপর যারা বৈজ্ঞানিক প্রতিভার অধিকারী, দায়িত্বশীলভাবে কাজ করে ও নিঃস্বার্থভাবে সেবা করে।
রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের মধ্যে এই মূল্যবোধগুলি জাগিয়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি আরও বলেন, সকল ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন দক্ষতার প্রয়োজন হয়, তবে কিছু গুণাবলী রয়েছে যা প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতির জন্য সমানভাবে প্রয়োজনীয় এবং সহায়ক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ