
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বুধবার গভীর রাতে পুনরায় নতুন দিল্লিতে ফিরে আসে। বিমানে থাকা ১৯০ জন যাত্রীকে পরে বিকল্প বিমানে সিঙ্গাপুরে পাঠানো হয়।
জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমান এআই-২৩৮০-এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগার সতর্কবার্তা পাওয়া যায়। ওড়ার কিছুক্ষণ পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ১৪ জানুয়ারি দিল্লি থেকে সিঙ্গাপুরগামী বিমান ওড়ার সময় সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটি সম্পূর্ণ নিরাপদে দিল্লিতে অবতরণ করে। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং পরে বিকল্প বিমানে তাঁদের সিঙ্গাপুরে পাঠানো হয়। এই পরিস্থিতির জন্য যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।
উড়ান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং সিরিজের বিমানটি প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর বুধবার গভীর রাতে দিল্লিতে নিরাপদে অবতরণ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য