আস্থা ও আত্মবিশ্বাসই ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি : জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
জয়পুর, ১৫ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালিত হয়েছে সেনাবাহিনী দিবস। মূল অনুষ্ঠানটি হয় রাজস্থানের জয়পুরে। সেখানে প্যারেডে অংশ নেন জওয়ানরা। সেনা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার জয়পুরে সেনা দিবস উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেল
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী


জয়পুর, ১৫ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালিত হয়েছে সেনাবাহিনী দিবস। মূল অনুষ্ঠানটি হয় রাজস্থানের জয়পুরে। সেখানে প্যারেডে অংশ নেন জওয়ানরা। সেনা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার জয়পুরে সেনা দিবস উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আস্থা ও আত্মবিশ্বাসই ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি।

সেনা প্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী ধীরে ধীরে ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি বাহিনীতে পরিণত হচ্ছে, যেখানে ক্ষমতাধর সেনা, আধুনিক সহায়তা ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, একই সঙ্গে সেনাদের অপারেশনের কেন্দ্রবিন্দুতে রাখা হচ্ছে। সাম্প্রতিক অগ্রগতির উপর ভিত্তি করে, আগামী দুই বছর 'নেটওয়ার্কিং এবং ডেটা কেন্দ্রিকতার বছর' হিসেবে পালিত হবে। এই লক্ষ্য বাহিনী জুড়ে সংযোগ, তথ্য প্রবাহ এবং সমন্বয় আরও উন্নত করবে, যা সময়োপযোগী এবং সুপরিচিত সিদ্ধান্ত গ্রহণকে সক্ষম করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande