
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নতুন দিল্লিতে ভারতে স্টার্ট আপের এক দশকের অগ্রগতি বিষয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টার্ট আপ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভারতে এক দশকের স্টার্ট আপের অগ্রগতিতে তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন।
জাতীয় স্টার্টআপ দিবস উপলক্ষ্যে শুক্রবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশকের অগ্রগতি বিষয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলাপচারিতা করবেন ভারতের প্রাণবন্ত স্টার্টআপ পরিমণ্ডলের সদস্যদের সঙ্গে। নির্বাচিত কয়েকজন স্টার্টআপ প্রতিনিধি তাঁদের উদ্যোগ যাত্রার খুঁটিনাটি অভিজ্ঞতা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণও দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ