
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালিত হচ্ছে ভারতীয় সেনা দিবস। অনুশাসন, সাহসিকতা ও রাষ্ট্রভক্তির প্রতীক ভারতীয় সেনা। দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরারত বীর জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে স্মরণ করছে দেশ। এবার সেনা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে রাজস্থানের রাজধানী জয়পুরে। রাজস্থানে সেনা দিবসের আয়োজন সে রাজ্যের সেনা গৌরবকে সম্মান জানানোর একটি প্রয়াস। সেনা দিবস সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করায় যখন ১৯৩৯ সালে জেনারেল কে এম ক্যারিয়াপ্পা ভারতীয় সেনার প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার সামলান।
সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞাকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনী নিঃস্বার্থ সেবার প্রতীক। কখনও কখনও সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অবিচল সংকল্পে দেশকে রক্ষা করছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ