(আপডেট) বাঁকুড়ায় এসআইআরের ফর্ম জমায় বাধা ও হামলার অভিযোগ, পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি
বাঁকুড়া, ১৫ জানুয়ারি (হি.স.): এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমা ঘিরে বাঁকুড়া জেলার একাধিক ব্লক অফিসে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের ফর্ম জমায় বাধা, ফর্ম গ্রহণে অস্বীকার এবং দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলার রাজনৈতিক পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। এই
জেলা জুড়ে এস আই আর ফর্ম জমা দিতে বাধা,হামলা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ সুপারের দারস্হ বিজেপি


বাঁকুড়া, ১৫ জানুয়ারি (হি.স.): এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমা ঘিরে বাঁকুড়া জেলার একাধিক ব্লক অফিসে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের ফর্ম জমায় বাধা, ফর্ম গ্রহণে অস্বীকার এবং দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলার রাজনৈতিক পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওন্দা বিডিও অফিসে এসআইআর ফর্ম জমা দিতে গেলে শাসক দলের কর্মীদের বাধার মুখে পড়েন বিজেপির কর্মী ও দলীয় বিএলএ-রা। বিডিও অফিসের প্রবেশপথে তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। ফর্ম জমা দিতে না পেরে বিজেপি কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান।

ছাতনায় ফর্ম জমা দিতে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় মহিলা কর্মীদের উপর হামলারও অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূলের কর্মীদের হামলায় একাধিক বিজেপি কর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা করাতে হয়। শালতোড়াতেও একই ধরনের ঘটনার অভিযোগ জানানো হয়েছে।

এই সব ঘটনার প্রতিবাদে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা ডা. সুভাষ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমাকে কেন্দ্র করে গোটা জেলাজুড়েই তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। ফর্ম যাতে নির্বিঘ্নে জমা দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande