শনিবার থেকে শুরু হচ্ছে বেলঘরিয়া রেল ফ্লাইওভারের সংস্কারের কাজ
উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, (হি স): শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের কাজ। ফলে ওই অঞ্চলে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পুরসভা এবং পুলিশের তরফে শুরু হয়েছে প্রচার। কয়েকমাস আগে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার
শনিবার থেকে শুরু হচ্ছে বেলঘরিয়া রেল ফ্লাইওভারের সংস্কারের কাজ


উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, (হি স): শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের কাজ। ফলে ওই অঞ্চলে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পুরসভা এবং পুলিশের তরফে শুরু হয়েছে প্রচার।

কয়েকমাস আগে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে এসেছিল। কিন্তু কবে থেকে সেই কাজ শুরু করা সম্ভব, তা নিয়ে চলছিল টালবাহানা। মাসখানেক ধরেই বিকল্প রুট-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের কাজ। জানা যাচ্ছে, অনির্দিষ্ট সময়ের জন্য এই ফ্লাইওভার বন্ধ রেখে ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংস্কারের কাজ।

বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার উত্তর শহরতলির অন্যতম জীবনরেখা। মূলত এই ফ্লাইওভার বিটি রোড থেকে এমবি রোড হয়ে নিমতা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ করছে। খুব সহজে এই ফ্লাইওভার ব্যবহার করে বিরাটিও পৌঁছানো সম্ভব। ফলে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত এই ফ্লাইওভারের উপর দিয়ে।

এমনকী এই ফ্লাইওভারকে ব্যবহার করে বহু পণ্যবাহী গাড়ি, বাসও চলাচল করে। ফলে যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande