শীতে জবুথবু কাশ্মীর, ৩০ জানুয়ারি শেষ চিল্লাই-ই-কালান
শ্রীনগর, ১৫ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁবু ভূস্বর্গ। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু কাশ্মীর উপত্যকা। জম্মু ও কাশ্মীরে এই মুহূর্তে চলছে ৪০ দিন ব্যাপী চিল্লাই-ই-কালান, যা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। ইতিমধ্যেই ঠান্ডায় জমে
জমজমাট ঠান্ডা জম্মু ও কাশ্মীরে, পার্বত্য অঞ্চলে তুষারপাত


শ্রীনগর, ১৫ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁবু ভূস্বর্গ। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু কাশ্মীর উপত্যকা। জম্মু ও কাশ্মীরে এই মুহূর্তে চলছে ৪০ দিন ব্যাপী চিল্লাই-ই-কালান, যা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। ইতিমধ্যেই ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক।

শোপিয়ান, পহেলগাম, পুলওয়ামা-সহ কাশ্মীরের অধিকাংশ স্থানেই হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। ঠান্ডায় কাঁপছে জম্মু অঞ্চলের রাজৌরি। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬ ও ১৭ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বজায় থাকবে কনকনে শীতের আমেজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande