
কলকাতা, ১৫ জানুয়ারি, (হি স)। বড়বাজারে বৃহস্পতিবার একটি রাসায়নিক সামগ্রীর গুদামে আগুন লাগে৷ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ সূত্রের খবর, এদিন দুপুর ২:৪০ নাগাদ দমকলে খবর দেওয়া হয়৷ দমকলের ৫ টি ইঞ্জিন পাঠানো হয়৷ জানা গিয়েছে, তিনতলা ওই ভবনের নীচের তলাতেই প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। বড়বাজার এলাকার এই অংশ অত্যন্ত ঘিঞ্জি। চারপাশে রয়েছে বহু পুরনো বাড়ি, বহুতল এবং একের পর এক দোকান ও গুদাম। ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় সংলগ্ন দোকানগুলিতেও। স্থানীয়দের দাবি, আগুনের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসও ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে অনেকটা সময় লাগে। তবে, হতাহত হওয়ার খবর নেই। ক্ষয়ক্ষতি যথেষ্ট হলেও তার আর্থিক পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, পর পর দু’দিন শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। সেই ঘটনায়ও এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত