
কলকাতা, ১৫ জানুয়ারি ( হি. স.)- আগামী রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিললেও আপাতত শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে জমিয়ে শীতের শেষ পর্ব শুরু হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।বর্তমানে রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া প্রবাহিত হওয়ায় শীতের প্রভাব বজায় থাকবে মাঘ মাসের প্রথম তিন দিন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব আরও বাড়তে পারে।নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সকালবেলা কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে শনিবার ও রবিবার কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়