কাছাড়ের মাসিমপুর সেনা ছাউনি থেকে সড়ক নিরাপত্তা সচেতনতা বাইক রেলির সূচনা সাংসদ পরিমলের
শিলচর (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তৰ্গত মাসিমপুর সেনা ছাউনি চত্বর থেকে ‘পথের বার্তা পথে যাত্রা’ শীর্ষক মাসব্যাপী বৃহৎ সড়ক নিরাপত্তা সচেতনতা বাইক রেলির সূচনা করেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। জাতীয় সড়ক নিরাপত্তা মাস ২০২৬ উপ
সড়ক নিরাপত্তা সচেতনতা বাইক রেলির সূচনা সাংসদ পরিমলের


শিলচর (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তৰ্গত মাসিমপুর সেনা ছাউনি চত্বর থেকে ‘পথের বার্তা পথে যাত্রা’ শীর্ষক মাসব্যাপী বৃহৎ সড়ক নিরাপত্তা সচেতনতা বাইক রেলির সূচনা করেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য।

জাতীয় সড়ক নিরাপত্তা মাস ২০২৬ উপলক্ষ্যে এবং ভারতীয় সেনা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে আজ বৃহবস্পতিবার এই রেলির সূচনা করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, ‘এই রেলির মূল উদ্দেশ্য হলো তৃণমূল স্তরে নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দেওয়া, যাতে দুর্ঘটনা কমিয়ে মানুষের জীবন রক্ষা করা যায়।’

সাংসদ শুক্সবৈদ্য বলেন, ‘এই পথযাত্রার মাধ্যমে আমরা সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কাজ করতে চাই।’

এই উদ্যোগে ভারতীয় সেনা, অসামরিক প্রশাসন ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান সহ একাধিক অংশীদার সংস্থা সহযোগিতা করছে।

সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহ ঊর্ধ্বগতির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় ১.৭২ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ফলে দেশের মোট জিডিপির প্রায় তিন শতাংশ সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়।

এই উদ্যোগের অধীনে রেলিটি শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৬২টি গ্রাম পঞ্চায়েত, তিনটি পুরসভা এবং একটি পুর নিগম এলাকা পরিক্রমা করবে। গোটা মাসজুড়ে স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি দফতরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই অভিযানে পুলিশ কর্মী ও নাগরিকদের জীবনরক্ষাকারী দক্ষতা প্রশিক্ষণ দেওয়া এবং গুড সামারিটান আইন সম্পর্কে সংবেদনশীল করে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande