
বীরভূম, ১৫ জানুয়ারি ( হি. স.)- বাংলায় হিন্দু সংস্কৃতিকে পরিকল্পিতভাবে বিনষ্ট করার প্রচেষ্টা চলছে—এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বীরভূম জেলার ঐতিহ্যবাহী জয়দেব মেলার উদ্বোধনী মঞ্চ থেকে তিনি এই মন্তব্য করেন। সুকান্ত মজুমদার বলেন, কবি জয়দেব, এবং তাঁর সাধনভূমি আজও বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। অজয় নদের তীরে এই অঞ্চল থেকেই সনাতন ধর্মের সহজিয়া ও বাউল ধারার বিকাশ ঘটেছিল, যা বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করেছে। এই ঐতিহ্যকে অস্বীকার বা মুছে ফেলার চেষ্টা হলে তা কখনও মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, বাংলার ইতিহাস, সাহিত্য ও ধর্মীয় চেতনার সঙ্গে হিন্দু সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। সেই সংস্কৃতিকে অবমূল্যায়ন করা বা বিকৃত করার চেষ্টা হলে সাধারণ মানুষই তার জবাব দেবে। জয়দেব মেলার মতো ঐতিহ্যবাহী উৎসব বাংলার শিকড়ের কথা মনে করিয়ে দেয় এবং নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতি সম্পর্কে সচেতন করে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক, সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং বহু দর্শনার্থী। ঐতিহ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে জয়দেব মেলার গুরুত্ব নতুন করে তুলে ধরেন বক্তারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়