জাল্লিকাট্টুতে আহত ৩২, পাঁচজন হাসপাতালে ভর্তি
মাদুরাই, ১৫ জানুয়ারি (হি.স.): পোঙ্গল উৎসব উপলক্ষে মাদুরাইয়ের আভানিয়াপুরমে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু প্রতিযোগিতায় ষাঁড়কে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে এখনও পর্যন্ত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভ
জাল্লিকাট্টুতে আহত ৩২, পাঁচজন হাসপাতালে ভর্তি


মাদুরাই, ১৫ জানুয়ারি (হি.স.): পোঙ্গল উৎসব উপলক্ষে মাদুরাইয়ের আভানিয়াপুরমে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু প্রতিযোগিতায় ষাঁড়কে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে এখনও পর্যন্ত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতি বছর পোঙ্গল উৎসবের দিনে আভানিয়াপুরমে জাল্লিকাট্টু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পরবর্তী দিনে পালামেডু ও আলঙ্গানাল্লুরেও এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের জন্য আগেই অনলাইনে টোকেন জারি করা হয়েছিল। ১ হাজার ১০০ ষাঁড়ও ছিল এতে|

বৃহস্পতিবার পোঙ্গলের দিন তিরুপ্পারঙ্কুন্দ্রম রোড সংলগ্ন ভদ্রকালী আম্মান মন্দিরের কাছে নির্ধারিত মাঠে জাল্লিকাট্টু প্রতিযোগিতার সূচনা করেন তামিলনাড়ুর এক মন্ত্রী। এখনও পর্যন্ত প্রতিযোগিতার নয়টি রাউন্ড সম্পন্ন হয়েছে, যেখানে ৪৪৫ জন প্রতিযোগী মাঠে নেমেছেন।

প্রতিযোগিতায় আহতদের মধ্যে রয়েছেন ১৭ জন ষাঁড়-নিয়ন্ত্রক, ১৪ জন ষাঁড়ের মালিক এবং একজন দর্শক। সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande