ডার্লং থালাক কুট উৎসবে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণমূলক পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
কুমারঘাট (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সরকার জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৃহস্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাটের দারচৈয়ে রাজ্যভিত্তিক ডার্লং
ডার্লং থালাক কুট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


কুমারঘাট (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সরকার জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৃহস্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাটের দারচৈয়ে রাজ্যভিত্তিক ডার্লং থালাক কুট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

থালাক কুট উৎসব ডার্লং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল তোলার উৎসব, যার মাধ্যমে তাঁদের পরম্পরাগত সংস্কৃতি ও একতা তুলে ধরা হয়। এবছর উৎসবের থিম ‘সময়ের পালক’। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের বার্ষিক ক্যালেন্ডারে এখন থেকে থালাক কুট উৎসব অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য বাজেটে জনজাতিদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। নাবার্ডের অর্থায়নে জনজাতি অধ্যুষিত দূরবর্তী এলাকায় রাস্তাঘাট ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি জানান, ডার্লং সম্প্রদায়কে তালিকাভুক্ত জনজাতি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে রাজ্য সরকার বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। ডার্লংরা শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগামী এবং এই উৎসব তাঁদের ঐক্য ও সৌভ্রাতৃত্বকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তিনি জনজাতি উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অ্যাসপিরেশনাল ব্লকে অতিরিক্ত বরাদ্দ, জনজাতি সমাজপতিদের ভাতা বৃদ্ধি, ছাত্রাবাসে বরাদ্দ বৃদ্ধি ও স্মার্ট ক্লাস চালু, পিএম জনমন প্রকল্পে রিয়াং জনজাতি পরিবারের উন্নয়ন প্রভৃতি। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande