বাংলার মানুষের ওপর তৃণমূলের বিশ্বাস নেই, ভুতুড়ে ভোটেই ভরসা করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে: জিতেন্দ্র তেওয়ারি
দুর্গাপুর, ১৫ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষ করে বাংলার সন্তান ও মা–বোনেদের ওপর তৃণমূল কংগ্রেসের কোনও বিশ্বাস নেই বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তাঁর দাবি, অবৈধ ও ভুতুড়ে ভোটের উপর নির্ভর করেই তৃণমূল ক্ষমত
পশ্চিমবঙ্গের সন্তানের ওপর বিশ্বাস নেই তৃণমূলের,  ভুতের ওপর ভরসা করে নিজের ভোট সুরক্ষিত করতে চায় তৃণমূল- জীতেন্দ্র তেওয়ারী


দুর্গাপুর, ১৫ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষ করে বাংলার সন্তান ও মা–বোনেদের ওপর তৃণমূল কংগ্রেসের কোনও বিশ্বাস নেই বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তাঁর দাবি, অবৈধ ও ভুতুড়ে ভোটের উপর নির্ভর করেই তৃণমূল ক্ষমতা ধরে রাখতে চাইছে। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমাশাসক ভবনের সামনে ফর্ম-৭ জমা নেওয়ার দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

জিতেন্দ্র তেওয়ারি বলেন, “বাংলার মানুষ যদি অবাধে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে। তাই ভুতুড়ে ভোটের ওপর ভরসা করে নিজেদের ভোট সুরক্ষিত রাখতে চাইছে শাসকদল। ভুতুড়ে ভোট না থাকলে তৃণমূল জিততেই পারবে না।”

উল্লেখ্য, এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে অবৈধ ও ভুয়ো ভোটারের নাম বাতিলের দাবিতে বিজেপির পক্ষ থেকে ফর্ম-৭ জমা দেওয়া শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের দফতরে সেই ফর্ম গ্রহণে ইচ্ছাকৃতভাবে টালবাহানা করা হচ্ছে।

এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পান্ডবেশ্বরের বিজেপি কর্মীরা দুর্গাপুরের মহকুমার শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হন। বিক্ষোভে নেতৃত্ব দেন জিতেন্দ্র তেওয়ারি। তিনি মহকুমাশাসক দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মীদের সঙ্গে বসে পড়েন।

বিক্ষোভস্থল থেকে জিতেন্দ্র তেওয়ারি আরও অভিযোগ করেন, “রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। শাসকদলের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করতে বাধ্য হচ্ছেন। প্রত্যেক বিএলও আতঙ্কে রয়েছেন।”

তিনি আরও বলেন, “মৃত ও অবৈধ ভোটারের নামে বিভিন্ন সরকারি ভাতা ও প্রকল্পের সুবিধা চলে যাচ্ছে। ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে বড় প্রশ্ন উঠবে বলেই তৃণমূল অবৈধ ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে।”

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি সম্পূর্ণ বিপরীতমুখী ও ধ্বংসাত্মক রাজনীতি করছে। আগে ফর্ম-৬ জমা দিক, তারপর অভিযোগ করুক।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande