
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার ধ্বংস করে দিয়েছে শিল্পোদ্যোগ, অর্থনীতি, কর্মসংস্থান, আইন-শৃঙ্খলা ইত্যাদির অস্তিত্ব। এছাড়া পশ্চিমবঙ্গে দেদার অবৈধ অনুপ্ৰেবশকারীদের আমদানি করছে টিএমিসি সরকার, বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ তথা পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লবকুমার দেব।
আজ বৃহস্পতিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক হামলা করেছেন সাংসদ বিপ্লবকুমার দেব। টিএমসি-সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র হামলা করে বিপ্লব বলেন, বামফ্রন্টের আমল থেকে যে অপশাসন শুরু হয়েছিল, তাকে টেক্কা দিয়ে চূড়ান্ত অপশাসনের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অপশাসনের কবলে পড়ে পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগ থেকে শুরু করে অর্থনীতি, কর্মসংস্থান, আইন-শৃঙ্খলার মতো পরিস্থিতেতে একেবারে শেষ পেরেক মেরে রাজ্যের ভবিষ্যত অন্ধকারের মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বশংবদরা।
বিপ্লব দেব বলেন, বামফ্রন্ট এবং পরবর্তী তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিকে শেষ করে দিয়েছে। তাঁর দাবি, শিল্প-বান্ধব পরিবেশের অভাবে একের পর এক কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। ফলে যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ হারিয়ে জীবনজীবিকার সন্ধানে সমূহ ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন ছেড়ে বহিঃরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
বিজেপি নেতার আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শিল্পবিরোধী ও তোষণমূলক নীতির দরুন প্রায় দেড় কোটি যুবক কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি প্রতিকূল পরিবেশের ফলে প্রায় সাত হাজার ছোট ও বড় শিল্প প্রতিষ্ঠান হয় বন্ধ হয়ে গেছে, নয়-তো অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে, বলেন সংসদ দেব।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এখন টিএমসি-র অপশাসন থেকে মুক্তি চাইছেন। মানুষ এখন তাঁদের অধিকারের জন্য লড়াই করছেন। এমতাবস্থায় বিজেপি শক্ত অবস্থান নিযে মানুষের পাশে আছে, জোরের সঙ্গে বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লবকুমার দেব।
তৃণমূল কংগ্রেসের ‘মা, মাটি, মানুষ’ স্লোগানকে কটাক্ষ করে বিপ্লবকুমার দেব বলেন, এই স্লোগান বাস্তবে সাধারণ মানুষের কোনও উপকারে আসেনি। এক সময় দেশের মোট রাজস্বের ২৫ থেকে ৩০ শতাংশ অবদানকারী পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান বাম শাসন এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবলে পড়ে মারাত্মকভাবে নিকাশ হয়ে হয়ে গেছে, বলেন তিনি।
রাজ্যের আর্থিক পরিস্থিতি প্রসঙ্গে বিজেপি নেতা বিপ্লব দেব বলেন, ক্রমবর্ধমান ঋণের বোঝা পশ্চিমবঙ্গকে গভীর আর্থিক সংকটে ফেলেছে। তাঁর অভিযোগ, ঋণের পরিমাণ উদ্বেগজনক স্তরে পৌঁছেছে, এমন-কি এই সরকারের বদান্যতায় নবজাতক শিশুরাও ঋণের বিশাল বোঝা নিয়ে জন্ম নিচ্ছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিপ্লবকুমার দেব বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্বল পুলিশি ব্যবস্থার দরুন দোষী সাব্যস্তের হার একেবারে তলানিতে ঠেকেছে।। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ