ককবরকের রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর নমনীয়তায় সন্তুষ্ট তিপ্রা মথা
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ককবরক ভাষার রোমান হরফ চালু করার দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নমনীয় মনোভাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক তিপ্রা মথা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান
তিপ্রা মথার সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ককবরক ভাষার রোমান হরফ চালু করার দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নমনীয় মনোভাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক তিপ্রা মথা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা।

পৌষ পার্বণের দিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তিপ্রা মথা দলের একাংশের বিধায়ক ও টিটিএএডিসি সদস্যদের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়। তবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সেই জল্পনায় জল ঢালেন তিপ্রা মথা নেতৃত্ব।

রবীন্দ্র দেববর্মা জানান, দীর্ঘদিন ধরেই তিপ্রা মথার পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিল। অবশেষে পৌষ পার্বণের দিন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সম্মত হন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টায় অনুষ্ঠিত ওই বৈঠকে তিপ্রা মথা-এর পক্ষে উপস্থিত ছিলেন রবীন্দ্র দেববর্মা ছাড়াও বিধায়ক বিশ্বজিৎ কলই, ফিলিপস কুমার রিয়াং এবং এমডিসি উমাশঙ্কর দেববর্মা। বৈঠকে ককবরক ভাষার রোমান হরফ চালু করাই ছিল তিপ্রা মথার প্রধান দাবি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

রবীন্দ্র দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিবিএসই ও আইসিএসই বোর্ডকে এই বিষয়ে চিঠি দিয়েছেন, যদিও এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। তিনি পুনরায় চিঠি দেওয়ার আশ্বাস দেন এবং তিপ্রা মথার একটি প্রতিনিধি দলকে সিবিএসই ও আইসিএসই চেয়ারম্যানদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পরামর্শ দেন। সেই অনুযায়ী চলতি মাসেই প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি।

রবীন্দ্র দেববর্মা আরও বলেন, ককবরকের রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট নমনীয় মনোভাব প্রকাশ করেছেন, যা তাঁদের আশাবাদী করেছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আন্দোলন চলছে এবং অচিরেই সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশাবাদী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande