
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : চাকরির দাবিতে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এএনএম ও এমপিডব্লিউ বেকার যুবক-যুবতীরা। তাঁদের মূল দাবি, অবিলম্বে দফতরের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে।
নিয়োগ ও কর্মসংস্থান নিয়ে নেতা-মন্ত্রিরা যতই দীর্ঘ ভাষণ দিচ্ছেন, ততই দীর্ঘ হচ্ছে বেকারদের অপেক্ষার সময়। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন দফতরে চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের অধিকর্তা অঞ্জন দাসের কার্যালয় ঘেরাও করেন এএনএম ও এমপিডব্লিউ বেকার যুবক-যুবতীরা। শূন্য পদ পূরণের দাবিতে তাঁরা অধিকর্তার কার্যালয়ে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের দাবি, তাঁদের হিসেব অনুযায়ী স্বাস্থ্য দফতরে প্রায় ১২০০ এর বেশি শূন্য পদ রয়েছে। যদিও সরকারি হিসেবে শূন্য পদের সংখ্যা ৪১৯টি। স্বাস্থ্য দফতর বর্তমানে মাত্র ১০০টি শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীরা অবিলম্বে অন্তত ৫০০টি শূন্য পদ পূরণের দাবি জানান। পাশাপাশি, বয়সসীমা অতিক্রম করে যাওয়া প্রায় ১০০ জন বেকার যুবক-যুবতীকে অগ্রাধিকার দেওয়ার দাবিও তোলা হয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের অধিকর্তা অঞ্জন দাস জানান, দফতরে মোট ৪০৯টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে ১০০টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অর্থ দফতরের অনুমোদন পাওয়া গেছে এবং ফাইল হাতে এলেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে।
এদিন বেকার যুবক-যুবতীদের বিক্ষোভকে কেন্দ্র করে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কার্যালয় সংলগ্ন গোর্খাবস্তি এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতিতেই বহু বেকার যুবক-যুবতী কান্নায় ভেঙে পড়েন, যা পরিস্থিতিকে আরও আবেগঘন করে তোলে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ