মেলা দেখে ফেরার পথে গলসিতে ট্রাক্টর উল্টে জখম ৩৩ পড়ুয়া
পূর্ব বর্ধমান, ১৬ জানুয়ারি (হি.স.): মেলা দেখে মাদ্রাসায় ফেরার পথে ট্রাক্টর উল্টে জখম হল ৩৩ জন পড়ুয়া। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার ঘটনা। পুলিশ জানায়, গলসি স্টেশন রোডের এক মাদ্রাসা থেকে জনা ৫০ পড়ুয়া আউশগ্রামের সোয়াতাতে পীরের মা
মেলা দেখে ফেরার পথে গলসিতে ট্রাক্টর উল্টে জখম ৩৩ পড়ুয়া


পূর্ব বর্ধমান, ১৬ জানুয়ারি (হি.স.): মেলা দেখে মাদ্রাসায় ফেরার পথে ট্রাক্টর উল্টে জখম হল ৩৩ জন পড়ুয়া। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার ঘটনা। পুলিশ জানায়, গলসি স্টেশন রোডের এক মাদ্রাসা থেকে জনা ৫০ পড়ুয়া আউশগ্রামের সোয়াতাতে পীরের মাজারে মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রাত ১১টা নাগাদ দুর্ঘটনা হয়। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। আহতদের প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ২২ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande